বঙ্গভূমি লাইভ ডেস্ক: বলিউড কিংবা হলিউড ছবির ক্ষেত্রে অন্য ছবি থেকে অনুপ্রাণিত হওয়া কোনও অস্বাভাবিক ঘটনা নয়। দক্ষিণী ছবির অনুকরণে তৈরি বলিউড ছবির সংখ্যাও নেহাৎ কম নয়। তবে বহু বিখ্যাত হলিউড বা বলিউড ছবিই যে আসলে অন্য ছবির আদলে নির্মিত, তা জানেন না ছবিগুলির ভক্তরাও। আসল ছবির কৃতিত্ব স্বীকার না করেও অনেক ছবি তৈরি হয়েছে...