বঙ্গভূমি লাইভ ডেস্ক: খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছি আমরা। তবে এর মধ্যেই চলছে রোজকার কাজ। কোনও আড়ম্বর না করে কোভিড কেয়ার ইউনিটে বিয়ে সারলেন দুই বর কনে। পরপর দুই বছর করোনার ধাক্কা। তাই এবার আর অপেক্ষা না করে বিয়েটা সেরে ফেরলেন দুই দম্পতি। তবে কোনও জাঁকজমক নয়। নেই অতিথিদের আনাগোনা। সবচেয়ে আশ্চর্যের হল বিয়েটা হল...