বঙ্গভূমি লাইভ ডেস্ক: অনেক দিন ধরে মাঠে খেটেছেন। কষ্ট করে ফলিয়েছেন ফসল। কিন্তু সেই ফসল কেনার জন্য এই লকডাউনা কেউ প্রস্তুত নয়। পড়ে থেকে নষ্ট হচ্ছে কয়েক টন তরমুজ। অবশেষে দেশের সেনাকর্মীরা রঞ্জন কুমার মাহাতোর ফলানো তরমুজ কিনে নিয়ে গেলেন। ২৫ বছর বয়সী রঞ্জন ঝাড়খণ্ডের রামগড়ের বাসিন্দা। ২৫ একর জমিতে তিনি চাষ করেন, তরমুজ, বেগুন,...