বঙ্গভূমি লাইভ ডেস্ক: নেহাত কুসংস্কারের বশেই মারণ রোগের হাত থেকে নিস্তার পেতে মন্দির গড়ে, করোনা মাতার পুজো শুরু করেছিলেন, উত্তপ্রদেশের প্রতাপগড় জেলার জুহি শুকুলপুর গ্রামের বাসিন্দারা। পাঁচদিনের মাথায় ধূলিসাৎ সেই মন্দির। এই নিয়ে গ্রামে ব্যাপক উত্তেজনা। যদিও সূত্রের খবর, গ্রামবাসীদের অন্ধবিশ্বাসকে হাতিয়ার করে পুরো জমি বেদখলের চেষ্টায় ছিলেন এর তিন মালিকের একজন। আর তাঁর সেই...