বঙ্গভূমি লাইভ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের দাসপুর। স্থানীয় স্কুলবাড়ির সামনে দিন গুজরান করছেন এক প্রৌঢ়া। সকলে তাঁকে পান্তিপিসি বলেই ডাকে। একদিন এই পান্তিপিসির নিজের মাটির ঘর ছিল, আর ছিল পাকা বাড়ির স্বপ্ন। ঘূর্ণিঝড় যশ পিসির সেই আস্তানা তছনছ করে ধুলোয় মিশিয়ে দিয়ে গেছে। মাথার ছাদ হারিয়ে সেই থেকেই গৃহহীন ! প্রৌঢ়ার বিপর্যয় দেখে, এগিয়ে এসেছিলেন এলাকার...