বঙ্গভূমি লাইভ ডেস্ক: পাঁচতলা বাড়ি তাও আবার সেই বাড়ির পুরোটাই নাকি ঝুলন্ত। ভাবছেন এটা মজা? না কোনো খেলনাও নয়, সিনেমাও না এই বাড়ি আস্ত একটা বহুতল সমুদ্রের উপর ঝুলে রয়েছে। সেটাও আবার ঝুলে রয়েছে খাদের ঠিক ধার ঘেঁষে। অস্ট্রেলিয়ান আর্কিটেকচার বিশেষজ্ঞদের পরিকল্পিত মডস্কেপ কনসেপ্ট পাঁচ তলা এমন এক বাড়ি বানিয়েছে যাকে ঝুলন্ত বাড়ি বললে ভুল...