বঙ্গভূমি লাইভ ডেস্ক: ইচ্ছে ছিল একটি জাত গোখরোকে পোষ মানাবেন। কিন্তু সেই পোষ্যই যে মৃত্যুফাঁদ হয়ে উঠবে, তা ঘুণাক্ষরেও কি ভাবতে পেরেছিলেন, তাঁর পালক। কিন্তু এরকমই এক রোমহর্ষক ঘটনার সাক্ষী চীনের উত্তরপূর্বের হেইলংজিয়াং প্রদেশের মানুষজন। কথায় বলে সব ভালো, যার শেষ ভালো। বিষধরের ছোবল খেয়েও অবশ্য প্রাণে বেঁচেছেন লিউ। জানা গেছে লিউয়ের বহুদিনের শখ ছিল...