বঙ্গভূমি লাইভ ডেস্ক: খেলা শেষ। তবু ‘খেলা হবে’ গানেই এখন কাঁপছে হরিশ চ্যাটার্জি স্ট্রিট। উচ্ছ্বাস, উল্লাস, উদ্দীপনায় ভরপুর এখন কালীঘাট। দিদির ফেরার খবরে আবির, ঢাকঢোল নিয়ে উৎসবের আমেজ রাস্তায়। কিন্তু সমর্থকদের জমায়েত করে উচ্ছ্বাস প্রকাশ একেবারেই মেনে নিতে পারছে না নির্বাচন কমিশন। কঠোর পদক্ষেপ নিতে চলেছে কমিশন। আশাতীত সাফল্য নিয়ে তৃতীয়বার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসছে তৃণমূল...