বঙ্গভূমি লাইভ ডেস্ক: অক্সিজেনের ঘাটতি দেশ জুড়ে। পরিষেবার অভাবে মৃতের সংখ্যাও বেড়েই চলেছে। এর মাঝেই দেশের অক্সিজেনের অভাবে টালমাটাল রাজধানী দিল্লি। এমনকী শিশু হাসপাতাল গুলির তরফেও রাজ্য সরকারকে জরুরি পরিষেবা ভিত্তিতে এসওএস পাঠানো হয়। সূত্রের খবর, দক্ষিণ দিল্লির মধুকর রেইনবো শিশু হাসপাতাল তরফে এদিন জরুরি পরিষেবা ভিত্তিতে একটি ট্যুইট করা হয়। জানানো হয়, হাসপাতালে অক্সিজেনের...