বঙ্গভূমি লাইভ ডেস্ক: চেতন কুমার চিতা। এক অকুতোভয় জওয়ান। কিন্তু সেই জওয়ানই করোনার সঙ্গে এক হার না মানা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন। হাসপাতাল জানাচ্ছে তাঁর অবস্থার উন্নতি হচ্ছে, সংকটও কেটে যাবে। সিআরপিএফ-এর এই জওয়ান ২০১৭ সালে বান্দিপোরায় জঙ্গিদের ছোঁড়া ন’টি গুলিবিদ্ধ হয়েও লড়ে গিয়েছিলেন। হাসপাতালে সুস্থ হয়ে হাসিমুখে ফিরেও এসেছিলেন বীর জওয়ান। গত ৯ মে ঝাঝর...