বঙ্গভূমি লাইভ ডেস্ক: নয়টি এপিসোডের নেটিজেনদের কাছে তিনি এখন ‘মানুষ গুগল’। ওয়েব সিরিজে মাত্র ১৫-২০ মিনিটের উপস্থিতি। কিন্তু ওই সময়ের মাঝেই দর্শকদের মনে দাগ কাটা যায়। এমনটাই প্রমাণ করলেন উদয় মহেশ। সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ দ্য ফ্যামিলি ম্যান২-তে চেল্লাম স্যারের চরিত্রে দেখা গেছে তাঁকে। সিরিজটিতে, উদয় মহেশ অভিনীত ‘চেল্লাম স্যার’কে একজন অতি সাবধানী আধিকারিকের চরিত্রে...