বঙ্গভূমি লাইভ ডেস্ক: একটি বিবাহ বহির্ভূত সম্পর্ক তিন তিনটি জীবন নষ্ট করে দিল বলে এবার মুখ খুললেন বিধায়ক চন্দনা বাউরির গাড়ির চালক ও তথাকথিত ‘প্রেমিক’ কৃষ্ণ কু্ণ্ডুর স্ত্রী রুম্পা। এদিকে আবারও গুরুতর অসুস্থ কৃষ্ণকে হাসপাতালে ভরতি করতে হয়েছে। এ হেন পরিস্থিতিতে মুখ খুলে রুম্পা কুণ্ডু বললেন, ওঁর স্বামীকে চন্দনা-ভূতে পেয়েছে । স্বামীকে নিয়ে এখন রীতিমতো...