বঙ্গভূমি লাইভ ডেস্ক: দীর্ঘদিন সন্ধান চালিয়ে অবশেযে অন্যতম শীর্ষ মাওবাদী নেতা প্রশান্ত বসু এবং তাঁর স্ত্রী শীলা মারাণ্ডিকে গ্রেপ্তার করতে সফল হল ঝাড়খণ্ড পুলিস। বর্ষীয়ান মাও নেতা কিষাণদা নামেই নিজের কর্মকাণ্ড চালাতেন। ঝাড়খণ্ড পুলিসকে এই প্রবীণ মাও নেতা এতটাই বেগ দিয়েছিলেন যে, শেষ অবধি পুলিস তাঁর মাথার দাম দিয়েছিল ১ কোটি টাকা। শুধু ঝাড়খণ্ডই নয়,...