বঙ্গভূমি লাইভ ডেস্ক: এঁদেরই বোধহয় বলা হয় সুপার কপ। বিপর্যয় যখন আসে, তখন এরকমই ‘হিরো’রা এগিয়ে আসেন। রুপোলি পর্দার নয়, একেবারে বাস্তবের মাটিতে দাঁড়িয়ে এবার দেখা মিলল রিয়েল লাইফ ‘মর্দানির’। বৃষ্টি বিপর্যস্ত চেন্নাই সাক্ষী থাকল এক মহিলা উর্দিধারীর অনন্য কীর্তির। তামিলনাডুর রাজধানী শহর। অঝোর বৃষ্টিতে বিপর্যস্ত সেই চেন্নাই। জলমগ্ন চারদিক। তারমধ্যেই অচৈতন্য এক ব্যক্তিকে নিজের...