বঙ্গভূমি লাইভ ডেস্ক : রাজস্থানে উট প্রজননের ব্যবসার সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা ব্যাপক ক্ষতির মুখে। রাজস্থানের বাসিন্দা একজন উট প্রজননকারী জানালেন, ২০১৫ সাল নাগাদও প্রতিমাসে চার থেকে পাঁচটি উট বিক্রি করতেন। একেকটি উট ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করতেন। কিন্তু এই পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে ২০১৫ সালে। তৎকালীন বিজেপি সরকার রাজস্থান ক্যামেল অ্যাক্ট প্রণয়ন করার...