বঙ্গভূমি লাইভ ডেস্ক: হাতে অফুরন্ত সময়। একেবারে নিঃসঙ্গ অবস্থা। নেই বন্ধুবান্ধবও, এমনকী মোবাইলটাও। অতএব আর্থার রোড জেলে বসে আরিয়ান খান এখন সময় কাটাচ্ছেন বই পড়ে। যার মধ্যে রয়েছে ধর্মগ্রন্থও। আর্থার রোড জেলসূত্রে জানা গিয়েছে, জেলের লাইব্রেরি থেকে আরিয়ান নিজের জন্য দুটি বই ইস্যু করেছে। একটি হল ‘গোল্ডেন লায়ন’ অন্যটি রাম-সীতার কাহিনী। জেলসূত্রেই আরও জানা গিয়েছে,...