বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনার টিকা নেওয়ার পরই,শরীরে আজব পরিবর্তন। ত্বক যেন চুম্বকের মত আচরণ করতে শুরু করেছে। শরীরের কাছাকাছি ধরলেই চুম্বকের মতো টেনে নিচ্ছে লোহা আর স্টিলের সামগ্রী। মাত্র দুদিন আগেই মহারাষ্ট্রের নাসিকের এক পরিবার এমনই দাবি করে। এবার প্রায় একই জাবি করলেন, আমেরিকার এক নার্স। যদিও মার্কিন মুলুকের চিকিৎসক থেকে পদার্থবিজ্ঞানী সকলেই বলছেন, এইসব...