বঙ্গভূমি লাইভ ডেস্ক: ঢাকের তালে, আকাশে বাতাসে পুজোর গন্ধ। শরতের নীল আকাশে কোথাও মেঘের ঘনঘটা। তবে মাঝে মধ্যে সেই মেঘ উধাও হয়ে জানান দিচ্ছে পুজো এসে গেল। আজ মহাষষ্ঠী। দেবার বোধন। বোধনের পর দেবীর অধিবাস৷ বিল্ববৃক্ষের তলায় দেবীর আরাধনা৷ গণেশ, কার্তিক, লক্ষ্মী, সরস্বতী-সপরিবারে একরাত সেখানেই থাকবেন মা দুর্গা৷ সপ্তমীর সকালে পা দেবেন বাপের বাড়িতে৷ শহরজুড়ে...