বঙ্গভূমি লাইভ ডেস্ক: তালিবানের দখলে চলে যাওয়া আফগানে, খেলাধুলো, সঙ্গীতের ভবিষ্যত কী? সেই নিয়ে চিন্তা ছিলই বিভিন্ন মহলে। আফগানিস্তানের দখল নেওয়ার পরে ভরসার বাণী শুনিয়েছিল আফগান ক্রিকেট বোর্ড। কিন্তু বাস্তবে উল্টো ছবি। আফগান ক্রিকেট বোর্ডের দপ্তরের দখল নিল তালিব জঙ্গীরা। আফগান ক্রিকেট বোর্ডের সিইও হামিদ শিনওয়ারি জানিয়েছিলেন, ‘তালিবানরা ক্রিকেট ভালবাসে এবং এই খেলাকে সমর্থন করে।...