বঙ্গভূমি লাইভ ডেস্ক: খেলার মাঠ থেকে রাজনীতির প্রাঙ্গণে অনেকদিনই হল পা রেখেছেন বাইচুং ভুটিয়া। ফুটবল কিংবদন্তি তথা রাজনৈতিক নেতা বাইচুং সিকিমের জন্য দাবি করলেন ইনার লাইন পারমিটের। ‘হামরো সিকিম পার্টির’ প্রধান বাইচুং। আফগান দখল করেছে তালিবান। ভারতে হানা দেওয়ার আশঙ্কা সেভাবে করা না গেলেও সজাগ রয়েছে আন্তর্জাতিক মহল। আর এবার নিজের রাজ্যের বাসিন্দাদের সুরক্ষার কথা...