বঙ্গভূমি লাইভ ডেস্ক: অপরাধপ্রবণ কিশোরমনের আরও এক মর্মান্তিক উদাহরণ। মশারি টাঙানো নিয়ে দুই বন্ধুতে ঝগড়া ৷ এক ঘুষিতেই বন্ধুকে খুন করল কিশোর। ঘটনার পরই পালিয়ে গিয়েছিল সে। তবে তাতে শেষরক্ষা হয়নি। ওই কিশোরকে পরে গ্রেপ্তার করে বেহালা থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বেহালার চণ্ডীতলা মেনরোডে। মৃতের নাম সুমন শেখ। তার বয়স ১৬। অভিযুক্ত কিশোরের বয়স ১৭।...