বঙ্গভূমি লাইভ ডেস্ক: হাতিকে বন্য প্রাণী বলে থাকি আমরা। তাই আমরা মনে করি যে হাতি হয়তো পোষ মানবে না। কিন্তু এই ভিডিওটি মন জিতে নিলো আমাদের। একটি মস্ত হাতি শান্ত হয়ে দাঁড়িয়ে আছে একটি বাড়ির সামনে। এক বৃদ্ধা নিজের হাতে তার জন্যে খাবার বানিয়ে খাইয়ে দিলেন। গপ করে গিলে ফেললো সে। সত্যি অবাক করার মতই...