বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা সংক্রমণ ঠেকাতে মাস্কের ব্যবহার নিয়ে বারবার সতর্কতা জানিয়েছেন চিকিৎসকরা। নিয়মবিধি কার্যকর করতেও সচেষ্ট পুলিস প্রশাসন। কিন্তু সেই বিধি প্রয়োগ করতে গিয়ে ১৮ বছরের এক তরুণকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল ভাদদরা পুলিসের সাব ইন্সপেক্টর ডি এস প্যাটিল বিরুদ্ধে। সূত্রের খবর, মঙ্গলবার নিজের গাড়িতে মাস্ক না পরেই যাচ্ছিলেন রিতম প্যাটিল নামের ওই...