বঙ্গভূমি লাইভ ডেস্ক: বিজ্ঞান সর্বদা পরিবর্তনশীল। আর প্রত্যেক মুহূর্তেই মানব জাতিকে চমকে দেয় তা। ফের এমনই এক অভিনবত্বের মুখোমুখি হল বিশ্ব। বিজ্ঞানীরা একটি জিনিস নিয়ে বহুদিন ধরেই গবেষণা চালাচ্ছিলেন। আর তার বিষয় ছিল শুক্রাণুতে মহাকাশের বিকিরণের কোনও প্রভাব পরে তার হদিশ খোঁজা। তা জানতে ৬ বছর ধরে মহাকাশে সংরক্ষণ করা হয়েছিল ইঁদুরের শুক্রাণু। আর তারপর...