বঙ্গভূমি লাইভ ডেস্ক: বাংলার প্রেস্টিজ ফাইট জিতেও, এবার সন্ন্যাস নিতে চলেছেন ভোট কুশলী প্রশান্ত কিশোর। অনেক হয়েছে আর নয়। নিজেকে আর ভোট কুশলীর তকমায় আটকে রাখতে রাজি নন ভারতীয় রাজনীতির ‘তারকা’ পিকে। পশ্চিমবঙ্গের প্রেস্টিজ ফাইটে তৃণমূলকে জেতানোর পরই ‘ইলেকশন স্ট্র্যাটেজিস্ট’-র কাজে ইতি টানতে চলেছেন । এ বার অন্য কিছু করতে চান বলে মিডিয়াকে জানালেন প্রশান্ত...