বঙ্গভূমি লাইভ ডেস্ক: ওষুধ নিয়ে কালোবাজারি, অক্সিজেন নিয়ে কালোবাজারি-এসব যেন করোনা আবহে রেওয়াজ হয়ে গেছে। এর মধ্যে কিছু ব্যতিক্রমী মানুষও আছেন। যাঁরা করোনা বিপর্যয় দেখে শিউরে ওঠেন। কিছু করার তাগিদ দেখান। এঁদেরই প্রতিনিধি অতুল সিনহা। কয়েকবছর ধরেই শয্যাশায়ী স্ত্রী৷ হাঁটাচলা তো দূরের কথা, হাত-পা নাড়ানোরও সামর্থ নেই৷ পক্ষাঘাতে আক্রান্ত সত্তরের স্ত্রীর দেখাশোনার সব দায়িত্ব কাঁধে...