বঙ্গভূমি লাইভ ডেস্ক: অসুস্থতা, অভাব, অবসাদ- এই তিনটি কারণই কি একজন শিক্ষককে রীতিমত ‘খুনি’ বানিয়ে তুলল? হুগলির ধনেখালির নৃশংস ঘটনার পর এখন পরিবার ও পাড়া প্রতিবেশীর মুখে মুখে ঘুরছে একটাই প্পশ্ন। পরিবারের তিনজনকে খুন করে আত্মহত্যার চেষ্টা করলেন দশঘরার গৃহশিক্ষক প্রমথেশ ঘোষাল-এমনই অভিযোগ। দুর্দান্ত অঙ্কের শিক্ষক ‘রাজু স্যার’-কে এক ডাকে চেনেন এলাকাবাসী। প্রিয় স্যরকে ‘খুনি’...