অরিঘ্ন মিত্র: কলকাতার রাস্তায় দাঁড়িয়ে এক প্রৌঢ় বেহালায় সুর তুলছেন। নেটদুনিয়ায় ভাইরাল হয়েছিল এই দৃশ্য। ওই বেহালাবাদকের নাম ভগবান মালি। লকডাউনের মধ্যে পথচারীদের অর্থ সাহায্যে পেট চালাচ্ছেন। ভগবানের বাড়ি মালদায়, কিন্তু রাজ্যের কোভিড বিধি-নিষেধের জন্য কলকাতায় আটকে পড়েছেন তিনি। এবার সেই শিল্পীর জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল টিম রূপম ইসলাম। করোনা পরিস্থিতিতে টিম রূপম ইসলামের...