বঙ্গভূমি লাইভ ডেস্ক: এবার তীব্র সংঘর্ষের পথে আফগানিস্তান। ইতিমধ্যেই বিরোধী শক্তির উত্থান হয়েছে। স্থানীয় সংবাদ সংস্থা আসভাকা জানাচ্ছে, খইর মুহাম্মদ আন্দারাবি গোষ্ঠীর অধীনে একদল সাধারণ মানুষই তালিবানদের হাত থেকে মুক্ত করেছেন আফগানিস্তানের বাঘলান প্রদেশের পোল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা। সূত্রের খবর, জেলাগুলি পুনর্দখল করা নিয়ে আন্দারাবি গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৬০ জন তালিবানি আহত...