বঙ্গভূমি লাইভ ডেস্ক: এই সত্যি ঘটনা অনায়াসে হলিউডের ক্রাইম থ্রিলারকে টক্কর দেবে। নিদেনপক্ষে একটা ছবির চিত্রনাট্যতো তৈরি হয়েই যায়। পরতে পরতে এমনই রোমহর্ষক এক ঘটনার উপর থেকে পর্দা তুলল পুলিস। ঘটনাটি আমেরিকার আলাবামার ক্রেওলা শহরের। আলাবামার মোবাইল কাউন্টি শেরিফ অফিস জানাচ্ছে, এখানেই রবিবার রাতে, একটি বাড়ির ভিতরে পরপর গুলি চলে। বাড়ির মালিক ফ্রাঙ্ক রিভসের উপর...