বঙ্গভূমি লাইভ ডেস্ক : ভোটগণনা তখন একেবারে শেষের দিকে। নন্দীগ্রামে বিজয় নিশ্চিত না হলেও ফের তৃণমূল কংগ্রেসই সরকার গড়ছে, নিশ্চিত হয়ে গিয়েছেন সকলেই। এমন সময়তেই বিজয়মঞ্চে মমতার সঙ্গে দেখা গেল তাঁর স্নেহের আজানিয়াকে। ছোট্ট দুই আঙুলে ভিক্ট্রি সাইন দেখিয়ে এদিন রীতিমত শো-স্টপার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যা। তবে এই প্রথম নয়, এর আগেও মমতার সঙ্গে দেখা গিয়েছিল...