বঙ্গভূমি লাইভ ডেস্ক: আবার দেশের নানা প্রান্তে মাথাচাড়া দিচ্ছে জঙ্গি হানার আশঙ্কা। এদিনই উপতকায় সেনার হাতে ৫৭০ জন আটক। এদিকে উৎসবের মরশুম এসে গেছে। এই অবস্থায় রাজধানীতে জঙ্গি হানার আশঙ্কা। দিল্লি পুলিসের তরফে শুরু হয়েছে বিশেষ তৎপরতা। এই নিয়ে পুলিস কর্তাদের সঙ্গে বৈঠক করেন দিল্লি পুলিসের কমিশনার রাকেশ আস্থানা। সন্দেহভাজন জঙ্গিদের সূত্র সন্ধানে লোকাল সোর্সকে...