বঙ্গভূমি লাইভ ডেস্ক: আগের শাসনকালে ঠিক যতটা সহজে আফগানদের বিশেষ করে মহিলাদের দাবিয়ে রেখেছিল তালিবান, ততটা সহজ এবারে হবে। গত ২০ বছরে আফগান মহিলারা নিজের শর্তে বাঁচতে শিখেছেন। স্বাধীনতার মানে বুঝতে শিখেছেন। তালিবানের এক একটা শর্তের ওপর আফগান মহিলারা পাল্টা হুমকি দিতে শুরু করেছেন। শান্তিপূর্ণভাবে এবং ভয়ে মুখ লুকিয়ে নয়। সম্প্রতি তালিবান হুলিয়া জারি করে,...