বঙ্গভূমি লাইভ ডেস্ক: আত্মহত্যা নাকি অন্য কোনও রহস্য? হাওড়া কোর্ট চত্বর থেকে উদ্ধার প্রৌঢ়ের ঝুলন্ত দেহ। মৃতের নাম শিবু পাল, বয়স ৫৫। জানা গেছে, মৃত্যুর সময়ে পা মাটিতে ঠেকে ছিল। এটা দেখেই সন্দেহ হয়েছে পুলিসের। অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিস। আরও জানা গেছে, ওই বৃদ্ধ হাওড়া আদালতে মুহুরীর কাজ করতেন।...