বঙ্গভূমি লাইভ ডেস্ক: উত্তর কোরিয়া বিদেশি ধারা থেকে মুক্ত করতে ফের নতুন পদক্ষেপ নিলেন কিম জং-উন। সম্প্রতি দক্ষিণ কোরিয়ান ধারা কে-পপকে ‘ভিসিয়াস ক্যানসার’ নামে অভিহিত করেন তিনি। এমনকী, ওই ধারার গান শোনার কারণে মৃত্যুদণ্ডও কার্যকর হতে পারে বলে জানান তিনি। সম্প্রতি উত্তর কোরিয়ায় পাস হয়েছে একটি নতুন আইন। ওই আইনের উদ্দেশ্য বিদেশি প্রভাব প্রতিহত করা।...