বঙ্গভূমি লাইভ ডেস্ক: পৃথিবীর একমাত্র মানুষ তিনি, যাকে ৬৮ বছর বাঁচিয়ে রেখেছে লোহার এক ফুসফুস। ১৯৫০ সালের দিকের কথা, তখনও পোলিও রোগের টিকা আবিষ্কার করা হয়নি। পোলিওমায়েলাইটিস ভাইরাসের আতঙ্কে রাত পার করছে গোটা আমেরিকা। প্রতি গ্রীষ্মেই প্রায় ১৫ হাজার শিশু পোলিওর কারণে মারা যাচ্ছিল। এদের মধ্যে যারা বেঁচে ছিল, তারা সারাজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করে।...