বঙ্গভূমি লাইভ ডেস্ক: ঘণ্টার প্রতিধ্বনি একদিকে যেমন মনে শান্তি এনে দেয়, তেমনি মনে অস্তিরতাও তৈরি করে। স্কুলের ছুটির ঘণ্টায় মনে একরাশ আনন্দের দোলা দিলেও কিছু ঘণ্টার সুমধুর শব্দ মনে খানিকটা হলেও নাড়া দিতে বাধ্য। আচ্ছা বলুন তো পৃথিবীর সবথেকে বড় আর সুমধুর ঘণ্টা কোনটি? অনেকে কিছু না ভেবেই বলবেন চীনের বেজিংয়ে ‘দ্য জোং’ মন্দিরের ঘণ্টা।...