মালদা: দুর্গাপুজোর সঙ্গে ঐতিহ্যর সম্পর্ক বরাবরের। তেমনই ঐতিহ্যের সাক্ষী চাঁচল রাজবাড়ি। ৩৫০ বছর ধরে এই রাজবাড়িতেই পূজিত হয়ে চলেছেন সিংহবাহিনী। এই পুজোকে ঘিরে রয়েছে নানা আঞ্চলিক ব্যাখ্যা। জানা যায়, এই পুজোর শুরু সপ্তদশ শতাব্দীর শেষভাগে। সেইসময় উত্তর মালদার বিস্তীর্ণ এলাকার রাজা ছিলেন রামচন্দ্র রায়চৌধুরি৷ কথিত আছে, একবার রাজত্ব পরিদর্শনে বেরিয়েছিলেন রাজা রামচন্দ্র। সেইসময় তাঁকে...