বঙ্গভূমি লাইভ ডেস্ক: রূপকথার লিলিপুট আর গালিভারসের গল্প জানেন তো? সেখানে গালিভারস পৌঁছে গিয়েছিল এক লিলিপুটের দেশে। ওই জায়গায় মানুষগুলো মাত্র কয়েক ইঞ্চি লম্বা। আজব সেই দেশে গালিভার আর লিলিপুটদের সঙ্গে ঘটেছিল মজার মজার সব কাণ্ড। কিন্তু এই বিংশ শতাব্দীতে আধুনিক বিশ্বে সর্বত্র উচ্চতায় খাটো ‘বামন’ মানুষদের ব্যঙ্গ-বিদ্রুপের সম্মুখীন হতে হয়। অথচ এই মানুষগুলো বেশ...