বঙ্গভূমি লাইভ ডেস্ক: করোনা আক্রান্ত হলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার রাতে অসুস্থতার জন্য তাঁকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গিয়েছে, কয়েকদিন ধরে হালকা সর্দি কাশিতে ভুগছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সোমবার শুটিংয়ের পরে তিনি অসুস্থ বোধ করায় একটি আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে তাঁর করোনা পরীক্ষা করা হয়। দুইবার করোনা পরীক্ষা করা হলেও প্রতিবার রিপোর্ট পজিটিভ আসে। তবে সৌরভ গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হলেও স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় ও মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে।
ডাক্তাররা জানিয়েছেন, করোনা আক্রান্ত হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই। সৌরভ গঙ্গোপাধ্যায় বাড়ি থেকে চিকিৎসার বিষয়ে আগ্রহী। এই বিষয়ে চিকিৎসকরা এখনও কোনও সিদ্ধান্ত নেননি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, কিছুদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে এই একই হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি হয়েছিলেন। তবে তিনি কীভাবে করোনায় আক্রান্ত হলেন, তা এখনও বোঝা যায়নি।
Leave a Reply