বঙ্গভূমি লাইভ ডেস্ক: গতকালই শুরু হয়েছে ভারত বনাম দক্ষিণ আফ্রিকার ‘বক্সিং ডে টেস্ট।’ প্রথম দিনই চালকের আসনে ভারত। দুই ওপেনার কেএল রাহুল (১২২ ব্যাটিং) ও মায়াঙ্ক আগরওয়ালের (৬০) ওপর ভর করে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ৩ উইকেটে ২৭২। তবে মায়াঙ্কের আউট নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। সেই বিষয়ে তাঁকে সাংবাদিক সম্মেলনে প্রশ্ন করা হলে তিনি জানিয়ে দেন, এ বিষয়ে কোনওরকম মন্তব্য করবেন না তিনি। কারণ, মুখ খুললেই তিনি খোয়াতে পারেন ম্যাচ-ফি!
গতকাল ৬০ রান করার পর দক্ষিণ আফ্রিকার জোরে বোলার লুঙ্গি এনগিডির বলে এলবিডব্লিউ হয়ে যান মায়াঙ্ক। নিজের কেরিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি করেন তিনি। তবে আউট নিয়ে সন্দিহান থাকায় রিভিউ নেন তিনি। টিভি রিপ্লেতে মায়াঙ্ক আউট হয়েছেন দেখা গেলেও অনেক ভক্তর মতে, মায়াঙ্ক যে বলে আউট হয়েছেন, সেই বল স্টাম্প স্পর্শ করেনি।
পরে সাংবাদিক সম্মেলনে আউট নিয়ে প্রশ্নের মুখোমুখি হতে হয় মায়াঙ্ককে। তখন মায়াঙ্ক বলেন-‘আমি এই বিষয়ে কোনও মন্তব্য করবো না। এটা আমি ছেড়ে দিচ্ছি। নাহলে আমি ব্যাড-বুকে চলে যাবো। আমার ম্যাচ-ফি কাটা যেতে পারে।’
Leave a Reply