বঙ্গভূমি লাইভ ডেস্ক: স্কুলে যাওয়ার বাস পায়নি সে। দেরি হয়ে যেত স্কুলে পৌঁছাতে। সেই কারণেই আত্মঘাতী হল নবম শ্রেণীর এক ছাত্র। ঘটনাটিকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে আসে এলাকায়।
ঘটনাটি মধ্যপ্রদেশের আমদহ গ্রামের। সোমবার স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেড়িয়েছিল ওই ছাত্র। নির্দিষ্ট স্থানে স্কুলের বাস ধরার জন্য যায় সে। কিন্তু তাঁর পৌঁছানোর আগেই বাসটি বেড়িয়ে যায়। এরপর কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে আসে সে। তারপরই বাড়ির পিছনের আম গাছে ওই ছাত্রের মৃতদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান পরিবারের লোকেরা। আত্মহত্যার সময় ওই ছাত্র স্কুলের পোশাক পরিহিত ছিল। ঘোড়াডংরি থানার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক রবি শাক্য জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই ছাত্র সময়ে স্কুলে পৌঁছাতে না পেরেই আত্মহত্যা করেছে।
ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুধুমাত্র এই সামান্য কারণে কেন ওই ছাত্র আত্মহত্যা করল তা নিয়েও তৈরি হয়েছে দ্বন্দ্বের। বিষয়টি ইতিমধ্যেই খতিয়ে দেখছে পুলিস।
Leave a Reply