বঙ্গভূমি লাইভ ডেস্ক : কামারহাটির বিধায়ককে প্রকাশ্যেই ‘পরিচিত মাতাল’ তকমা দিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর এ হেন মন্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই মদন জানিয়ে দিলেন, তাঁর মদ্যপান শুরুই হয়েছিল শুভেন্দুর বাবা শিশির অধিকারীর হাত ধরে।
বুধবারই খড়গপুরে আইএনটিটিইউসির সভা থেকে মদন প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুঁড়েছিলেন শুভেন্দুকে। তিনি বলেছিলেন, পশ্চিমবঙ্গের ২৯৪টি বিধানসভা আসনের যে কোনও আসন থেকে শুভেন্দুকে হারিয়ে দেখাবেন তিনি। সেই কথার পরিপ্রেক্ষিতে শুভেন্দুকে প্রশ্ন করা হলে তিনি জানান-‘একজন পরিচিত মাতালের কথার উত্তর দেওয়া খুব মুশকিল। ও পরিচিত মাতাল। পশ্চিমবঙ্গের লোক জানে।’
শুভেন্দুর এ হেন কটাক্ষের জবাব গতকাল রাতেই দিয়ে দিয়েছেন মদন। রাতে দেগঙ্গায় একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তিনি বলেন-‘জীবনে প্রথম মদ খেয়েছিলাম শুভেন্দুর বাবার সঙ্গেই।’ ব্র্যান্ডের নাম মনে করতে না পারলেও তাঁর অকপট স্বীকারোক্তি-‘আমি তো খেয়ে প্রায় বমি করে দিয়েছিলাম।’
প্রসঙ্গত উল্লেখ্য, শুভেন্দুর বাবা শিশির অধিকারি দীর্ঘদিন কংগ্রেসের কাঁথির সাংসদ ছিলেন। ২০০০ সালে তিনি তৃণমূলে যোগ দেন। তবে তাঁর পুত্র শুভেন্দু বিজেপিতে যোগ দিলে তৃণমূলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শিশিরের। এই বছর এগরায় অমিত শাহ জনসভা করতে আসলে সেই সভাতে বক্তব্য রেখেছিলেন তিনি। তবে কখনই সরাসরি বিজেপিতে যোগ দেননি তিনি। অশীতিপর শিশির বর্তমানে গৃহবন্দি। মদন মিত্র কংগ্রেস ও তৃণমূল দুই দলেই তাঁর সতীর্থ ছিলেন।
Leave a Reply