বঙ্গভূমি লাইভ ডেস্ক: নাগরিক পরিষেবার উন্নয়নের লক্ষ্যে নতুনভাবে সাজবে কলকাতা পুরসভা। ১৯ তারিখ ১৬ টি বরোতে ১৪৪ টি ওয়ার্ডে পুরযুদ্ধ শেষে আজ তার ফলাফলের দিন। ৯৫০ জন প্রার্থীর ভাগ্য নির্ণীত হবে আজ অর্থাৎ ২১ তারিখ। ১১ টি কেন্দ্রে শুরু হয়ে গিয়েছে গণনা। ৭ রাউন্ডের শেষে চূড়ান্ত ফলাফল আসবে প্রকাশ্যে।
বঙ্গভূমি লাইভ যেভাবে ভোটের দিন গ্রাউন্ড জিরোতে নেমে আপনাদের দেখিয়েছে কোন কেন্দ্রে কীভাবে হয়েছে ভোট গ্রহণ, ঠিক সেভাবেই আজ আমাদের নজরে থাকবে প্রতিটি গণনা কেন্দ্র। লাইভ আপডেট দেখতে সরাসরি যুক্ত থাকুন আমাদের সঙ্গে।
- এখন অবধি ১৩৪টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে তৃণমূল। এরপরেই রয়েছে বিজেপি (৩)। পিছিয়ে গেলো কংগ্রেস (২) এবং সিপিএম (২)। এগিয়ে রয়েছে অন্যান্য দল (৩)। মোট = ১৪৪।
- সকাল ১১টার আপডেট অনুযায়ী তৃণমূল ৭১%, বিজেপি ৯% এবং সিপিএম ১১.৫% ভোট পেয়েছে।
Leave a Reply