বঙ্গভূমি লাইভ ডেস্ক: কলকাতা পুরসভার ১০৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৩৮ হাজার ভোটে জিতলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্যা বন্দ্যোপাধ্যায়। তাঁর জয়ের ব্যবধান ৩৭,৬৬১ ভোট।পুরভোটে এত বড় ব্যবধানে জয় অবিশ্বাস্য ফল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
১০৯ নম্বর ওয়ার্ডে নিজের জনপ্রিয়তার জোরেই অনন্যা পেয়েছেন ৮২ শতাংশ ভোট। পুরভোটে যা একটি নজিরবিহীন ফলাফল বলেই গণ্য হচ্ছে।নির্বাচনে রীতিমতো দাপট দেখিয়ে জয়ী অনন্যা। অনন্যার জয়ে তৃণমূল কংগ্রেসের মুখপত্র কুণাল ঘোষের প্রতিক্রিয়া,’প্রচারের সময় থেকেই বোঝা গিয়েছিল অনন্যা বড় ব্যবধানে জিতবে। দারুণ কাজ করেছে। এলাকায় ভীষণ জনপ্রিয় অনন্যা।’
কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনায়, নির্ধারিত হচ্ছে প্রায় সাড়ে ৯০০ প্রার্থীর রাজনৈতিক ভাগ্য । ইতিমধ্যেই স্পষ্ট আবারও কলকাতা পুরসভা দখলে আনতে চলেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।
Leave a Reply