বঙ্গভূমি লাইভ ডেস্ক: জীবনাবসান হল গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহের। গত এক সপ্তাহের জীবন-মরণ লড়াই শেষ বুধবার প্রয়াত হন তিনি। গত ৮ ডিসেম্বর কুন্নুরে ঘটা হেলিকপ্টার দুর্ঘটনায় শেষ জীবিত ব্যক্তি ছিলেন বরুণ সিংহ। আশঙ্কাজনক অবস্থায় বেঙ্গালুরুর সেনা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
এদিন ট্যুইট করে ইন্ডিয়ান এয়ার ফোর্স-এর হ্যান্ডেল থেকে জানানো হয় এই ঘটনার কথা। ট্যুইটে লেখা হয়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে ভারতীয় বায়ুসেনা বাহিনীর তরফে জানানো হচ্ছে যে, অসমসাহসী গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিংহ এদিন সকালে প্রয়াত হয়েছেন।’ পাশাপাশি সেই ট্যুইটে আরও লেখা হয় যে, ‘২০২১ সালের ৮ ডিসেম্বর হেলিকপ্টার দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। এই পরিস্থিতিতে ভারতীয় বায়ুসেনা বাহিনী শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে।’
Leave a Reply