বঙ্গভূমি লাইভ ডেস্ক: অব্যাহত রয়েছে রাজ্য-রাজ্যপাল সংঘাত। নিয়ম না মেনে বিশ্ববিদ্যালয়গুলোতে উপাচর্য নিয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। এই নিয়োগ বন্ধ না করা হলে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হবে ট্যুইটারে কড়া হুঁশিয়ারি দিলেন জগদীপ ধনখড়।
ট্যুইটে রাজ্যপাল ২৪টি বিশ্ববিদ্যালয়ের তালিকা প্রকাশ করেন। সেখানে কলকাতা, যাদবপুর, প্রেসিডেন্সির মতো বিশ্ববিদ্যালয়ের নাম রয়েছে। রাজ্যপাল দাবি করেছে, ২৪টি বিশ্ববিদ্যালয় আইন না মেনেই উপাচর্য নিয়োগ করেছে। কলকাতা বিশ্ববিদ্যালয় ও যাদবপুর বিশ্ববিদ্যালয় বার বার দেশের মধ্যে পঠন পাঠনের জন্য নিজেদের যোগ্যতা প্রমাণ করেছে।
রাজ্যপালের অভিযোগ, উপাচর্য নিয়োগের সময় আচার্যের অনুমতি লাগে। ২৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচর্য নিয়োগের ক্ষেত্রে তাঁর অনুমতি নেওয়া হয়নি। তিনি সাফ জানিয়েছেন, উপাচর্য নিয়োগ পদ্ধতি অবিলম্বে প্রত্যাহার করা না হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply