বঙ্গভূমি লাইভ ডেস্ক: ১৩৭তম প্রতিষ্ঠা দিবসে পতাকা উত্তোলনকে কেন্দ্র করে বিপাকে জাতীয় কংগ্রেস। দিল্লির সদর দফতরে পতাকা উত্তোলনের সময় কংগ্রেসের পতাকাটি পোস্টের ওপর থেকে খুলে পড়ে যায়।
কীভাবে ঘটলো এই ঘটনা? আজ ছিল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। কংগ্রেসের সদর দফতরে উপস্থিত ছিলেন সনিয়া গান্ধী, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মল্লিকার্জুন খাড়গে প্রমুখ নেতৃবৃন্দ। সনিয়া গান্ধী পতাকা উত্তোলনের সময় পোস্ট থেকে খুলে পড়ে যায় পতাকাটি। বিপর্যয়ের সঙ্গে সঙ্গে দলীয় কর্মীরা ফের পতাকা উত্তোলনের চেষ্টা করেছেন। কিন্তু বিফলে যায় তাঁদের প্রচেষ্টা।
অবশেষে সনিয়া, কংগ্রেসের কোষাধ্যক্ষ পবন বনশল এবং সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল হাতে পতাকা ধরেন। সেটি জনসাধারণের সামনে প্রদর্শিত হয়। এরপর একজন কংগ্রেস কর্মী পোস্টে পতাকা বেঁধে দেন। সব মিলিয়ে, প্রতিষ্ঠা দিবসের দিনই এই ধরণের ঘটনা ঘটায় বিপাকে জাতীয় কংগ্রেস।
Leave a Reply