বঙ্গভূমি লাইভ ডেস্ক: দেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ক্ষত দগদগে। দেশে ফেব্রুয়ারি মাসেই করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে কেন্দ্রী কমিটির প্যানেল আশঙ্কা করছে। তবে সরকারি ওই প্যানেলের বক্তব্য করোনার তৃতীয় ঢেউ দ্বিতীয় ঢেউয়ের মতো ওতো মারাত্মক হবে না।
দেশের বর্তমান পরিস্থিতি, ওমিক্রনের গতিবিধি লক্ষ্য করে কোভিড সুপার মডেল কমিটি মনে করছে, আগামী বছরের শুরুতেই করোনার তৃতীয় ঢেউ আসতে চলেছে। বর্তমানে দেশে দৈনিক সাত হাজারের আশেপাশে মানুষ করোনায় আক্রান্ত হচ্ছেন। সেই আক্রান্তের সংখ্যা বাড়বে বলেই কমিটি মনে করছে। তবে তৃতীয় ঢেউয়ে ডেল্টার থেকে ওমিক্রনের প্রভাব বেশি থাকবে বলে মনে করা হচ্ছে।
তবে করোনার দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ানক পরিস্থিতি তৃতীয় ঢেউয়ে হবে না বলেই বিশেষজ্ঞরা মনে করছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ের সময় টিকাকরণ সেভাবে হয়নি। তবে তৃতীয় ঢেউয়ে টিকাকরণ হয়েছে। ফলে করোনার মারাত্মক প্রভাব থেকে রক্ষা করা যাবে।
Leave a Reply