বঙ্গভূমি লাইভ ডেস্ক: আসানসোলের চা চক্রে যোগ দিতে গিয়ে বিপাকে দিলীপ ঘোষ। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতির গাড়ি ঘিরে উঠলো ‘খেলা হবে’ স্লোগান। সাতসকালেই বিরোধীদের তুমুল বিক্ষোভের মুখে পড়লেন গেরুয়া শিবিরের প্রাক্তন রাজ্য সভাপতি।
চা-চক্রে যোগ দিতে বর্তমানে আসানসোলে রয়েছেন দিলীপ ঘোষ। বুধবার সকালে আসানসোল পোলো গ্রাউন্ডে প্রাতঃভ্রমণ এবং ব্যায়াম সারেন দিলীপ। এরপর সঙ্গীদের নিয়ে সেখান থেকে আসেন বার্নপুর বাসস্ট্যান্ডের চা-চক্রে। সেই কর্মসূচি শেষ করে গাড়ি নিয়ে বের হতেই তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ।
বিজেপি নেতার গাড়ি ঘিরে উঠল ‘খেলা হবে’ স্লোগান। ‘দিলীপ ঘোষ মুর্দাবাদ’ স্লোগানও উঠল তাঁর গাড়ি ঘিরে। তবে ছেড়ে দেওয়ার পাত্র নন গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকরাও। তৃণমূল কর্মীদের স্লোগানের পাল্টা স্লোগান উঠলো ‘দিলীপ ঘোষ জিন্দাবাদ’, ‘নরেন্দ্র মোদী জিন্দাবাদ।’
যুযুধান দুই পক্ষের স্লোগান ঘিরে সকাল-সকাল উত্তপ্ত হয়ে উঠল বার্নপুরের পরিস্থিতি। অবস্থা সামাল দিতে নামানো হয়েছে র্যাফ।
Leave a Reply